I Welcome you all to this community! Apnara jara jara koborer 3ti proshno course ti korchen, courser bepare feedback ei post er comment e dite paren In Shaa Allah.
আলহামদুলিল্লাহ! “কবরের ৩টি প্রশ্ন” কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো শুধু মুখস্থ করার নয়—বরং জীবনে বাস্তবায়নের। উস্তায খুব সুন্দর করে বোঝার! তিনি শুধু শিখাননি, বরং আত্মার দরজায় কড়া নাড়িয়েছেন। 🌿 আল্লাহ এই মহৎ প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের আমলে রূপান্তরের তাওফিক দিন। আল্লাহ এই উদ্যোগকে কবুল করুন, উস্তাযকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন।