অনেক সময় একটি সাধারণ আলোচনা গভীর সমস্যার সমাধান দেয় ।আমাদের সবারই প্রয়োজন হয় এমন একটি নির্ভরযোগ্য স্থান, যেখানে মন খুলে কথা বলা যায়। এই উদ্যোগটা আসলে আমার নিজে থেকে শুরু করা নয় বরং অনেকেই বারবার বলেন, ‘আপনার সাথে একটু সময় নিয়ে কথা বলতে চাই।’ তাই ভাবলাম, কেন না এমন একটা সুযোগ তৈরি করি, যেখানে সবাই নির্দিষ্ট ভাবে সময় নিয়ে অনুতপ্ত হওয়া ছাড়াই ‘ আপনার সময় নষ্ট করছি ‘ এইটা না বলেই নিজের কথাগুলো বলতে পারবে । তাই এখন থেকে আমি নির্দিষ্ট কিছু সেশন রাখবো , যেখানে আপনি স্লট বুক করে আপনার কথা বলতে পারবেন। পারিবারিক সম্পর্ক, স্বামী-স্ত্রীর বোঝাপড়া, কিংবা ছাত্রছাত্রীদের ক্যারিয়ার এইসব বিষয়ে আমি কোরআন ও সুন্নাহ’র আলোকে নসিহা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ । আপনার যদি এমন একটি স্লটের দরকার হয় কমেন্ট করে জানতে পারেন । আশা করি আমরা একসাথে এমন কিছু আলাপ করতে পারবো যা আপনার সমস্যা সমাধানে যথেষ্ট হবে ইনশাআল্লাহ!